ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফেসবুকে ভাইরালের আশায় গাঁজা সেবন, অতঃপর কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৯ মে ২০২১   আপডেট: ১৮:২০, ৯ মে ২০২১
ফেসবুকে ভাইরালের আশায় গাঁজা সেবন, অতঃপর কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফেসবুকে ভাইরাল হওয়ার আশায় বন্ধুদের নিয়ে গাঁজা সেবন করায় প্রবাসী যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৯ মে) দুপুরে উপজেলার রসুল্লাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ উপজেলার রসুল্লাবাদ এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, ফেসবুকে ভাইরাল হওয়ার আশায় প্রবাসী আব্দুল্লাহ বন্ধুদের নিয়ে নিয়মিত সিগারেটের মধ্যে গাঁজা ভরে তা সেবন করতেন। গাঁজা সেবনের সেই ভিডিও আবার ফেসবুকে পোস্ট করতেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুল্লাবাদে গাঁজা সেবন করার সময় আব্দুল্লাহকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, আব্দুল্লার সঙ্গে গাঁজা সেবনকারী অন্য যুবকদের আটকে অভিযান চলছে। মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নবীনগর থানার পুলিশ উপস্থিত ছিলো। 
 

রুবেল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়