ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যাত্রী পারের চেষ্টা করায় শিমুলিয়া ঘাটে ১৮ ট্রলার আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১০ মে ২০২১   আপডেট: ১৮:৩৫, ১০ মে ২০২১
যাত্রী পারের চেষ্টা করায় শিমুলিয়া ঘাটে ১৮ ট্রলার আটক

করোনা সংক্রমণরোধে শিমুলিয়া ঘাট থেকে পদ্মা নদী পারাপারে নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রী পার করার সময় চালকসহ ১৮টি ট্রলার আটক করেছে মাওয়া নৌপুলিশ। এ ঘাট থেকে স্পিডবোট, লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীর শিমুলিয়া ফেরিঘাট, লৌহজং চ্যানেল, মাওয়া মৎস্য আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রলার আটক করা হয়। পরে ১৬ জন ট্রলার চালককে ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার টাকা জরিমানা করে। অপর দুইজন চালক অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। 

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রীদের নিয়ে ট্রলারগুলো পদ্মা পার হওয়ার চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে ট্রলারগুলো চালকসহ আটক করা হয়। বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। 

ট্রলারগুলো লকডাউন শেষ না হওয়া পর্যন্ত নৌপুলিশের হেফাজতে রাখার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
 

রতন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়