ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে ৩০৪ জন মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১০ মে ২০২১  
চট্টগ্রামে ৩০৪ জন মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার 

চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার ৩০৪ জন বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১০ মে) বিকেলের নগরীর রউফাবাদস্থ নতুন মুক্তিযোদ্ধা ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। উপহার সামগ্রীর মধ্যে ছিল একটি লুঙ্গি, ২০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ ও এক লিটার সয়াবিন তেল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, মো. মাসুদ রানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল দুলু প্রমুখ।

উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আমরা ‘বাংলাদেশ’ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আজ তারই সুযোগ্য মেয়ে কোভিড পরিস্থিতিতেও বীর মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।’

লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের ধনার্ঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়