Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৪ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪২৮ ||  ০১ জিলক্বদ ১৪৪২

চট্টগ্রামের বাসায় গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৮, ১৬ মে ২০২১  
চট্টগ্রামের বাসায় গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৫

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ভরাপুকুর পাড় নামক এলাকায় একটি বাসায় গ্যাসের বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৫ মে) রাত ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধ হওয়া ব্যাক্তিরা হলেন— প্রদীপ দাশ (৫২), মধুসূদন (৪৫), যদু বিশ্বাস (৫৫), কিশোর কুমার (৪২) ও পঙ্কজ দে (৪০)।

স্থানীয় সূত্র জানায়, একটি ব্যাচেলর বাসায় তাস খেলারত ৫ ব্যক্তিদের মধ্যে একজন লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় গ্যাসের বিস্ফোরণ ঘটে। এসময় কক্ষটিতে আগুন ধরে গেলে বাসায় থাকা ৫ জন দগ্ধ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দগ্ধদের মধ্যে প্রদীপ দাশের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রেজাউল/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়