ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিলির সেই সড়কের সংস্কার শুরু 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১৭ মে ২০২১  
হিলির সেই সড়কের সংস্কার শুরু 

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর সংলগ্ন খানাখন্দে ভরা সড়কগুলো সোমবার (১৭ মে) সকাল থেকে সংস্কার শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। 

জনপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডিতে রোববার (১৬ মে) ‘খানাখন্দে ভরা হিলি বন্দর সড়ক, ঘটছে দুর্ঘটনা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর নড়েচড়ে বসে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ। 

দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা প্রতিবেদন পড়ে রাইজিংবিডির জেলা প্রতিনিধির সঙ্গে কথা বলেন। তখন তিনি জানান, সোমবার থেকে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। 

তখন নির্বাহী প্রকৌশলী বলেন, ‘হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ স্থান। এখানকার সব সড়কে উন্নতমানের ঢালাইয়ের কাজ করা হবে। সব নির্দেশনা আমাদের হাতে আসছে, একটু সময় লাগবে। আপাতত যানবাহন চলাচলের জন্য সংস্কার করা হচ্ছে।’    

মোসলেম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়