ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জয়নগর চেকপোস্ট দিয়ে ফিরলো ১১ বাংলাদেশি

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১৮ মে ২০২১   আপডেট: ০৯:৩০, ১৮ মে ২০২১
জয়নগর চেকপোস্ট দিয়ে ফিরলো ১১ বাংলাদেশি

ভারতে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে প্রথম দিনে ৬ জন নারী ৫ জন পুরুষসহ ১১ জন চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশের করেছেন।

সোমবার (১৭ মে) সন্ধ্যায় এই ১১ জন বাংলাদেশে প্রবেশ করেন। 

এ ছাড়াও বহু বাংলাদেশি কলকাতাসহ ও আশেপাশের জেলায় অবস্থান করছে।  তারা হয়তো আজ (মঙ্গলবার) বাংলাদেশে প্রবেশ করবেন।

জেলা স্বাস্থ্য, জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, কাস্টমস ও ইমিগ্রেশনসহ ৬টি দপ্তরের ৬টি টিম ১১ জনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর যথাযথ স্বাস্থ্যবিধি অনুসারে তাদেরকে চুয়াডাঙ্গা শহরের ভেমরুল্লা টিটিসি সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য বিশেষ পাহারায় রাখা হয়েছে।  তবে, ভারত থেকে আগতরা সবাই করোনা নেগেটিভ বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।  এরা নওগাঁ সদর, চট্টগ্রাম ও চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।  এরা সবাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ৬টি টিম সার্বক্ষণিক সতর্ক অবস্থায় আছেন।

জয়নগর চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, ভারত থেকে আগত ১১ জনকে সকল স্বাস্থ্যবিধি মেনে রিসিভ করা হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে বিশেষ সতর্কতার সঙ্গে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকাকালে সকলকে নিজ খরচে থাকতে হবে।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ