ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গন্ধগোকুলের ছানা উদ্ধার

পঞ্চগড় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২০ মে ২০২১   আপডেট: ১০:৩৭, ২০ মে ২০২১
গন্ধগোকুলের ছানা উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবগনড় এলাকায় বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলের তিনটি ছানা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ মে) বিকেলে দেবনগড় ইউনিয়নের ব্রহ্মতল এলাকার একটি মরিচ ক্ষেত থেকে ছানা তিনটি উদ্ধার করে স্থানীয় এক ছাত্রলীগ নেতা।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২০ মে) সামাজিক বনবিভাগ পঞ্চগড়ের রেঞ্জ কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র রায় ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে দেবগনড় ইউনিয়নের ব্রহ্মতল এলাকার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর আলমের মরিচ ক্ষেতে মরিচ তুলছিলেন কয়েকজন নারী। মরিচ তোলার এক পর্যায়ে ক্ষেতের মাঝখানে একটি গর্তে গন্ধগোকুল দেখতে পান তারা। মানুষের উপস্থিতি টের পেয়ে মা গন্ধগোকুলটি একটি ছানা নিয়ে পালিয়ে যায়। গর্তে থাকা বাকি ৩টি ছানা খাদ্য সংকটে অসুস্থ হয়ে পড়েছিল। পরে ছাত্রলীগ নেতা নুর আলম ছানা ৩ টিকে উদ্ধার করে বাড়ি এনে তাদের খাবার দেন। ছানা ৩টির গায়ের রঙ ধূসরের মাঝে কালো দাগটানা। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে গন্ধগোকুলের ছানা দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

নুর আলম বলেন, ‘ছানা ৩টি খাদ্য সংকটে হয়তো অসুস্থ হয়ে পড়েছিল। নড়াচড়া করতে পারছিল না। আমি তাদের বাড়িতে এনে খাবার দেই। এখন তারা পুরোপুরি সুস্থ। বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের পরামর্শ নিয়ে ছানা তিনটির বিষয়ে সিদ্ধান্ত নিবো।’

বনবিভাগ সূত্রে জানা যায়, গন্ধগোকুল নিশাচর প্রাণী। খাটাশের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের কাছাকাছি থাকে। মূলত ফলখেকো হলেও ছোট প্রাণী এবং তাল-খেজুরের রস খায়। এরা ইঁদুর ও ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে থাকে। বর্তমানে এই প্রজাতিটি বাংলাদেশে সংরক্ষিত।

হৃষিকেশ চন্দ্র রায় জানান, গন্ধগোকুল আমাদের দেশে বিলুপ্ত প্রজাতির প্রাণী। বিস্তারিত তথ্য পেলে জীববৈচিত্র সংরক্ষণ দপ্তরের কর্মকর্তাদের উদ্ধার হওয়া বাচ্চাদের বিষয়ে জানাবো।

আবু নাইম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়