ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৪ সেপ্টেম্বর ২০২১  
বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার

উদ্ধার গন্ধগোকুলের বাচ্চা

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার এক বাড়ি থেকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর বন বিভাগের কর্মকর্তারা গন্ধগোকুলের বাচ্চাটি উদ্ধার করেন।

মেহেরপুরের সহকারী বন কর্মকর্তা জাফরউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী বন কর্মকর্তা জানান, শহরের হোটেল বাজার এলাকার আজম খানের বাড়ির পাশের গর্তে এক গন্ধগোকুলের বাচ্চা লাফালাফি করছে দেখে প্রতিবেশীরা বনবিভাগে খবর দেয়। খবর পেয়ে তার নেতৃত্বে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলের বাচ্চাটিকে উদ্ধার করে। গন্ধগোকুলটিকে বন-জঙ্গল এলাকায় অবমুক্ত করে দেওয়া হবে।

সহকারী বন কর্মকর্তা আরও জানান, গন্ধগোকুলকে এলাকাভেদে এশীয় তাল খাটাশ, ভোঁদড়, লেঞ্জা, ভামসহ বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। বর্তমানে গন্ধগোকুল অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত হয়ে থাকে। পুরনো গাছ, বন জঙ্গল কমে যাওয়ার কারণে প্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না। তবে নিজেকে বাঁচাতে মানুষকে ভয়-ভীতি দেখায়।

মহাসিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়