ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিতু হত্যা: গায়ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে ইউএনএইচসিআরকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ২৫ মে ২০২১   আপডেট: ২১:৩০, ২৫ মে ২০২১
মিতু হত্যা: গায়ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে ইউএনএইচসিআরকে চিঠি

গায়ত্রী অমর সিং (ফাইল ফটো)

পরকীয়া প্রেমের জেরে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় ইউএনএইচসিআর কর্মকর্তা ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিংকে জিজ্ঞাসাবাদ করবে পিবিআই। এ ব্যাপারে পিবিআই-এর পক্ষ থেকে ইউএনএইচসিআরকে চিঠি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানায়, মিতুর বাবার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়— ইউএনএইচসিআর কর্মকর্তা ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিংয়ের সঙ্গে পরকীয়া প্রেমের কারণেই পুলিশ সুপার বাবুল আক্তারের পরিকল্পনায় ভাড়াটে খুনি দিয়ে মিতুকে হত্যা করা হয়েছে। এছাড়া মামলার তদন্তে গায়ত্রীর সঙ্গে বাবুল আক্তারের প্রেমের বিভিন্ন আলামত হাতে পেয়েছে পিবিআই।

তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, এই মামলায় গায়ত্রীকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তার বর্তমান অবস্থান ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এর ঢাকা অফিসে চিঠি পাঠানো হয়েছে।

রেজাউল করিম/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়