ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ‘বন্দুকযুদ্ধ’: ৮০ হাজার ইয়াবা জব্দ

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৮ মে ২০২১   আপডেট: ০৮:৪১, ২৮ মে ২০২১
নাইক্ষ্যংছড়িতে ‘বন্দুকযুদ্ধ’: ৮০ হাজার ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা সীমান্তে বিজিবি ও ইয়াবা কারবারিদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এসময় ২ কোটি ৪০ লাখ টাকার ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি পাগলীপাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ মে) সকালে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আব্দুল আজিজ আহাম্মেদ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

লে. কর্নেল জানান,  মিয়ানমার থেকে নিকুছড়ি হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত নিকুছড়ি বিজিবি ক্যাম্পের একটি অপারেশন দল। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবির ওপর এলোপাথাড়ি গুলি ছোড়ে মাদককারবারিরা। এসময় বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে বস্তায় থাকা ৮০ বস্তায় থাকা ৮০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল‌্য ২ কোটি ৪০ লাখ টাকা।

লে. কর্নেল আরও জানান, গোলাগুলিতে মাদককারবারিরা গুলিবিদ্ধ হয়েছে কিনা জানা যায়নি। তবে বিজিবির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাসু/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়