ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক, সিলেট  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২৯ মে ২০২১  
সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়ালো

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০৩ জনে।
 
শনিবার (২৯ মে) বিকেলে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, শনিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৯৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২২ হাজার ৪৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৬৮১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৯৫ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৪৭৬ জন রয়েছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এবং বাসায় আইসোলেশনে থাকা ২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ২১ হাজার ১৫৫ জন। তাদের মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৩০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭১ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৩০ জন সুস্থ হন।
 
গত বছরের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর ১৫ এপ্রিল করোনায় প্রথম মৃত্যু হয়। 

নোমান/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়