ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নওগাঁয় ৭ দিনের বিধিনিষেধ শুরু

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১০ জুন ২০২১   আপডেট: ১০:১৬, ১০ জুন ২০২১
নওগাঁয় ৭ দিনের বিধিনিষেধ শুরু

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ জেলায় সাত দিনের বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (৯ জুন) রাত ১২ টা থেকে বিধিনিষেধ শুরু হয়েছে। এর আগে ১৫ টি বিধি নিষেধ আরোপ করে একটি গণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।  

মঙ্গলবার (৯ জুন) নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর রশিদ প্রেস ব্রিফিং-এ এই সিদ্ধান্তের কথা জানান।  জেলা প্রশাসকের সার্কিট হাউজে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জানান, জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি অব্যাহত রয়েছে। নওগাঁবাসীর কথা মাথায় রেখে ও সংক্রমণ রোধকল্পে জেলায় সাত দিনের এই বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, লকডাউন ঘোষিত এলাকায় সকল ধরনের জরুরী পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।

ব্রিফিংকালে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া ও সিভিল সার্জন ডা. আবু হানিফ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বিশেষ লকডাউন

নওগাঁয় লকডাউন চলছে ঢিমেতালে

এ কে সাজু/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়