Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১০ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

মানুষ আর না খেয়ে থাকছে না : বাণিজ্যমন্ত্রী

রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১৬ জুন ২০২১  
মানুষ আর না খেয়ে থাকছে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে গেছে। মানুষ আর না খেয়ে থাকছে না। আমরা আজ পাকিস্তানের চেয়ে ৪৫ ভাগ এগিয়ে। রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে।’

বুধবার (১৬ জুন) বিকেলে নিজ সংসদীয় আসনের পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে পশু আমদানি বন্ধ রয়েছে। আমাদের উৎপাদিত পশু দেশের চাহিদা মেটাবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল হক (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুজ্জামান, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন প্রমুখ। 

 

আমিরুল ইসলাম/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়