ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাবনায় পিসিআর ল্যাব ও সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৭ জুন ২০২১   আপডেট: ১৩:৩৯, ২৭ জুন ২০২১
পাবনায় পিসিআর ল্যাব ও সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের দাবিতে মানববন্ধন

পাবনায় পিসিআর ল্যাব, আইসিইউ ও স্ট্রোল হাই ফ্লো অক্সিজেন স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে।

সেই সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে একটি স্বারকলিপি দেয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৭ জুন) দুপুর ১২টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়।

মাববন্ধনে বক্তারা বলেন, জেলায় করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেলেও করোনা রোগীদের জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা নেই জেনারেল হাসপাতালে। করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই পাবনার মানুষের প্রাণের দাবি ছিল করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালু, আইসিইউ বেড স্থাপন ও সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা চালু করা। কিন্তু দেড় বছর অতিবাহিত হলেও তার কোনোটিই বাস্তবায়ন হয়নি। এমন পরিস্থিতিতে দ্রুত পাবনায় পিসিআর ল্যাব স্থাপন, আইসিইউ চালু ও সেন্ট্রাল হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা চালু করার দাবি জানান বক্তারা। না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন— পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, তহুরা আজিজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মাহবুব, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ।

‘আমরা পাবনাবাসী’র ব্যানারে মানববন্ধনে অর্ক অ্যাসিস্ট্যান্ট অব রিহ্যাবিলিটেশন, তহুরা আজিজ ফাউন্ডেশন, পাবনা এ্যাসোসিয়েশন, ইয়োলো ল্যম্প, স্পর্শসহ প্রায় ১৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

শাহীন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়