ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলোচনায় ময়মনসিংহের কালো মানিক

মাহমুদুল হাসান মিলন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ৩০ জুন ২০২১   আপডেট: ১০:১৪, ৩০ জুন ২০২১

দুয়ারে কড়া নাড়ছে কোরবানির ঈদ। কোরবানির পশু নিয়ে ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ এখন চরমে। তাই করোনা পরিস্থিতির মধ‌্যেও থেমে নেই পশুপালন বা বেচা-কেনা।

প্রতি বছর কোরবানির ঈদের আগে ওজন এবং দামে আলোচনায় উঠে আসে নানা বাহারি নামের গরু। এবার সেই তালিকায় ঠাঁই পেয়েছে ময়মনসিংহের ‘কালো মানিক’।

ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি গত চার বছর ধরে লালন পালন করে আসছেন ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের জাকির হোসেন সুমন।

কোরবানির ঈদকে সামনে রেখে আকর্ষণীয় এ ষাঁড়টিকে দেখতে প্রতিদিনই সুমনের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক লোকজন। ষাঁড়টির ৩০ লাখ টাকায় বিক্রির প্রত‌্যাশা করছেন সুমন।

এবার কোরবানির ঈদে দেশে যে কয়টি গরু আলোচনায় রয়েছে, তার মধ্যে কালো মানিক অন‌্যতম বলে দাবি স্থানীয়দের।

প্রতি সপ্তায় কালো মানিককে চিকিৎসা দিয়ে আসছেন পশু চিকিৎসক শফিকুল ইসলাম। প্রাকৃতিক খাবার খাইয়ে ষাঁড়টিকে লালন-পালন করা হয়েছে। তাই তার মাংসও সুস্বাদু হবে বলে দাবি তার।

করোনার কারণে এবারের কোরবানির ঈদে দেশের বাইরে থেকে গরু আসার সুযোগ থাকছে না। তাই খামারিরা কোরবানির পশুর যথাযথ মূল্য পাবেন বলেই আশা করছেন। তবে করোনার কারণেই খামারিরা বড় গরুর যথাযথ মূল‌্য পাবেন কি না তাও দেখার বিষয়।

ময়মনসিংহ/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়