ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় লকডাউনে মাঠে রয়েছে প্রশাসন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১ জুলাই ২০২১  
পাবনায় লকডাউনে মাঠে রয়েছে প্রশাসন

সারাদেশের মতো পাবনাতেও আজ সকাল ৬টা থেকে সাতদিনের ‘লকডাউন’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকেই চলছে থেমে থেমে মুষলধারে বর্ষণ। লকডাউন আর বৃষ্টিতে বাইরে মানুষের চলাচল খুব একটা দেখা যায়নি। বিনা প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছে তাদেরে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে।

আরো পড়ুন:

দুপুরে সরেজমিনে পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক ও বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, শহরের বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সড়কে পথচারী বা যান চলাচল তেমন একটা চোখে পড়েনি। অলিগলিতে দু’চারজনকে ঘুরাঘুরি করতে দেখা গেলেও পুলিশি তৎপরতায় তাদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। ওষুধ, কাঁচামাল ও মুদিখানা দোকান খোলা রাখা হয়েছে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে।

এছাড়া, প্রথমদিনের কঠোর লকডাউন নিশ্চিত করতে মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি টহলে রয়েছে র‌্যাব, চার প্লাটুন বিজিবি ও সেনাবাহিনীর তিনটি দল।

এদিকে, দুপুর ১২টায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মাদ মহিবুল ইসলাম খান শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, সবাইকে লকডাউন মেনে বাড়িতে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রশাসনের সবাই মাঠে রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, সবার সচেতনতা আর স্বাস্থবিধি মেনে চলাই পারে আমাদের করোনা থেকে রক্ষা করতে। তাই সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়