ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

লকডাউন দেখতে বের হয়ে আটক ২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১ জুলাই ২০২১   আপডেট: ১৪:২১, ১ জুলাই ২০২১
লকডাউন দেখতে বের হয়ে আটক ২৫

চট্টগ্রাম মহানগরীতে লকডাউন কেমন চলছে- তা দেখতে বের হয়ে ২৫ ব্যক্তি আটক হয়েছেন। 

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রাম ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন আটকের বিষয়টি জানিয়েছেন।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, যারা বিনা কারণে বাসা থেকে বের হয়ে অযথা ঘুরাফেরা করছে বা লকডাউন দেখতে বের হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত লকডাউন দেখতে বের হওয়া প্রায় ২৫ জনকে আটক করা হয়। পরে তাদের প্রাথমিকভাবে সতর্ক করে এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, চট্টগ্রামের ৪টি প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে যানবাহন এবং অকরনে বের হওয়ার সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনীর সদস্যরা। নগরজুড়ে সেনাবাহিনীর ৭টি টহল টিম দুটি চেক পোস্ট কাজ করছে। নগরীর প্রধান প্রবেশদ্বার একে খান গেইটে সেনাবাহিনীর চৌকস টিম অবস্থান ও যানবাহন নিয়ন্ত্রণ থামিয়ে বাইরে চলাচলের যৌক্তিক কারণ আছে কি-না তা পরীক্ষা করতে দেখা গেছে। 

রেজাউল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়