ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে যমুনায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২ জুলাই ২০২১   আপডেট: ১৫:৪১, ২ জুলাই ২০২১
সিরাজগঞ্জে যমুনায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। যমুনায় পানির অস্বাভাবিক বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ জানান, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পানি বর্তমানে বিপদসীমার ১.৪১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকা। এরই মধ্যে, সদর, কাজিপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ওই সকল এলাকার হাজার হাজার মানুষ।

পানি বৃদ্ধিতে যমুনার চরাঞ্চলের কাচা পাট, তিল, সবজি বাগানে বন্যার পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। এ সময় অনেকেই বাধ্য হয়ে অসময়ে পাট-তিলসহ ফসল কেটে নিচ্ছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, গত ১০ দিন ধরে যমুনা নদীতে পানি বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে ১২/১৫ জুলাই পর্যন্ত। ওই সময়ের মধ্যে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

অদিত্য রাসেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়