ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় আরও ১২ মৃত্যু, একদিনে সর্বোচ্চ শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৬ জুলাই ২০২১  
কুষ্টিয়ায় আরও ১২ মৃত্যু, একদিনে সর্বোচ্চ শনাক্ত

কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। লকডাউনেও থেমে নেই মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এক দিনে সর্বোচ্চ। 

মঙ্গলবার (৬ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া ১০ জনের মধ‌্যে করোনা পজিটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিলো।

আরো পড়ুন:

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৪৩২ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১০৯ জন, দৌলতপুরের ৭৩ জন, কুমারখালীর ৭৮ জন, ভেড়ামারার ১০২ জন, মিরপুরের ৩৬ জন এবং খোকসার ৩৪ জন রয়েছেন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১০ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬২ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৭৪৮ জন।

কাঞ্চন কুমার/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়