ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুড পয়জনিং হয়ে জমজ বোনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৬ জুলাই ২০২১   আপডেট: ১৮:৩০, ৬ জুলাই ২০২১
ফুড পয়জনিং হয়ে জমজ বোনের মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন সিফাত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে জমজ বোনের মৃত্যু হয়েছে। আর তাদের খালাতো ভাইয়ের ছেলে সিফাত (২২) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার জানান, ফুড পয়জনিং (খাবারে বিষক্রিয়া) হয়ে দুই বোনের মৃত্যু হয়। 

আরো পড়ুন:

মৃত দুই বোন হলো, পৌরসভার কালীতলা গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে স্বর্ণা আর সম্পা। তাদের বয়স ১৬ বছর। তাদের খালাতো ভাই আনোয়ার হোসেনের ছেলে সিফাত আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ডা. নাদিম সরকার মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, গত রাতে (সোমবার দিবাগত রাতে) পুরাতন বাজারের শাজাহানের হোটেল থেকে মোগলাই নিয়ে যায় তাদের পরিবারের একজন। এই তিন কিশোর-কিশোরী মিলে সেই পরোটা খেয়ে ঘুমাতে যায়। রাতে তাদের পেটে ব্যথা শুরু হয়। ভোর ৬টার দিকে তাদের হাসপাতলে ভর্তি করা হয়। প্রার্থমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ৮টায় স্বর্ণাকে বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পেট ব্যথায় বাড়িতে স্বর্ণার মৃত্যু হয়। দুপুর ২টার দিকে সম্পার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয়। 

ডা. নাদিম সরকার বলেন, সিফাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সে ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

অভিযুক্ত শাজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের বলেন, ‘আমার হোটেলের মোগলাই পরোটা খেয়ে এমন অবস্থা হবে এটা অবিশ্বাস্য। আমার হোটেলের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে। আসলে এখান থেকে মোগলাই কেনা হয়েছিল কি না, সিসিটিভির ফুটেজ দেখে জানা যাবে।’ 

তার হোটেলের সব খাবার স্বাস্থ্যকর পরিবেশে বানানো হয় বলে দাবি করেন জামাল উদ্দিন নাসের। 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
 

শিয়াম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়