ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউন দেখতে এসে 

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৬ জুলাই ২০২১   আপডেট: ১৯:৫২, ৬ জুলাই ২০২১
লকডাউন দেখতে এসে 

গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা অমান্যকারীদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুই যুবকের কাছ থেকেও জরিমানা আদায় করা হয়। তারা ‘লকডাউন দেখার জন্য’ বাড়ি থেকে বের হয়েছিলেন।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক না-পরায় পথচারীদের সচেতন করতেও জরিমানা করা হয়।

আব্দুল্লাহ্ আল মামুন বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সাধারণ মানুষকে ঘরে রাখতে সাধ্য মতো চেষ্টা করা হচ্ছে। জনসাধারণকে বুঝানো হচ্ছে। তবুও যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন তাদের সতর্কতাস্বরূপ জরিমানা করা হচ্ছে।

এ সময় তিনি দু’জন যুবক লকডাউন দেখতে বাইরে এসে ৪০ টাকা ও ৭০ টাকা জরিমানা গুনেছেন বলে জানান।

লকডাউনের নির্দেশনা অমান্য করে বিক্রয় কেন্দ্র খোলা রাখায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকেও জরিমানা গুনতে হয়েছে। ১৩টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদব সরকার ও মোহাম্মদ আলী সিদ্দিকী উপস্থিত ছিলেন।

/তারা/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়