ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মায়ের সম্ভ্রম রক্ষার মাশুল গুণতে হল ছেলেকে

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১০ জুলাই ২০২১   আপডেট: ১৫:৫৭, ১০ জুলাই ২০২১
মায়ের সম্ভ্রম রক্ষার মাশুল গুণতে হল ছেলেকে

নির্যাতিত ছেলে

সাভারে মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে চিহ্নিত চাঁদাবাজদের হাতে নির্যাতনের শিকার হয়েছে ছেলে।

এ ঘটনায় শুক্রবার (৯ জুলাই) রাতে নির্যাতিত ছেলের মা বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (১০ জুলাই) সকালে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী মা সাভারের ভাটপাড়া এলাকায় মানুষের বাসায় কাজ করতেন। তার ছেলে একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্তরা হলেন— সাভারের ভাটপাড়া এলাকার সিকম আলীর ছেলে আজিজুল হাকিম (৪০) ও তার গাড়ির চালক শামসুল ইসলাম (৩৫)।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েসমাস ধরেই স্বামী পরিত্যক্তা ওই নারীকে মুঠোফোনে কুপ্রস্তাব দিতো এবং রাস্তায় উত্ত্যক্ত করতো অভিযুক্তরা। একপর্যায়ে গত পরশুদিন (৭ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগীর বাসায় এসে তাকে জাপটে ধরে। এতে ভুক্তভোগী চিৎকার করলে রাস্তা থেকে এসে তার ছেলে ওই ড্রাইভারকে বাঁশ দিয়ে আঘাত করে।
এ ঘটনার জেরে দুইদিন পর (৯ জুলাই) ভাটপাড়া দিয়ে যাওয়ার পথে ভুক্তভোগীর ছেলেকে আটকে নিজের অফিসে নিয়ে যায় হাকিম ও তার সঙ্গীরা। এসময় ৩ ঘণ্টা আটকে রেখে তাকে মারধর করে মাথার চুল কামিয়ে দিয়ে তার মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ওই মা ধার করে প্রথমে ২৩০০ ও পরে ২৪০০ টাকা দেন। এতেও পুরো টাকা আদায় না হলে ছেলের মুঠোফোন কেড়ে নেয় অভিযুক্তরা।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত হাকিম ওই এলাকায় মাদক সিন্ডিকেট, বিচারের নামে জরিমানা আদায়, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে এলাকায় প্রভাব বিস্তার করে। এজন্য তার নিজস্ব বাহিনী রয়েছে। হাকিমের প্রভাবে অপরাধে জড়িয়ে পড়েছেন তার গাড়ির চালকও।

তবে অভিযুক্ত আজিজুল হাকিম বলেন, ‘আমি চুল কাটি নাই, মাদবররা কাটছে। সে মারামারি করেছিল তাই তার বিচার করা হয়েছে।’

এবিষয়ে, মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, অভিযোগই পেয়েছি। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। এরপর মামলা নেওয়া হবে।

সাব্বির/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়