ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্রাজিলের সমর্থকের ছুরিকাঘাতে আর্জেন্টিনার সমর্থক জখম 

কক্সবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১১ জুলাই ২০২১   আপডেট: ১৯:৪৪, ১১ জুলাই ২০২১
ব্রাজিলের সমর্থকের ছুরিকাঘাতে আর্জেন্টিনার সমর্থক জখম 

হাসপাতালে চিকিৎসাধীন ইকবাল হোসেন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ব্রাজিলের সমর্থকের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন আর্জেন্টিনার সমর্থক ইকবাল হোসেন (৩০) নামে এক যুবক।

রোববার (১১ জুলাই) সকালে কোপা আমেরিকান কাপের ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার ফুটবল ম্যাচ শেষে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহেশখালীয়াপাড়া গ্রামে তাকে ছুরিকাঘাত করা হয়।   

আহত আর্জেন্টিনার সমর্থক ইকবাল হোসেন মহেশখালীয়া পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। 

হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি হারুন সিকদার রাইজিংবিডিকে বলেন, ভোরে হ্নীলা এলাকার চায়ের দোকানে বসে অনেকে খেলা দেখছিলেন। টানটান উত্তেজনায় ভক্তরা স্ব স্ব পছন্দের দলকে সমর্থন দিচ্ছিলেন। এক পর্যায়ে ১-০ গোলে ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে রিদুয়ান নামে ব্রাজিলভক্ত আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালি দিতে শুরু করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইকবাল হোসেনকে ছুরিকাঘাত করেন রিদুয়ান। 

এতে গুরুতর জখম অবস্থায় লোকজন ইকবাল হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।  

ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি হারুন সিকদার বলেন, বিষয়টি মীমাংসার জন্য দুই পরিবারের মধ্যে কথাবার্তা চলছে। এটি নিয়ে যেন আর অপ্রীতিকর কিছু না ঘটে, সেই দিকে নজর রাখা হচ্ছে।

তারেকুর/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়