ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আড়াই বছর কারাভোগের পর দেশে ফিরে গেলো তিন ভারতীয়

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১৩ জুলাই ২০২১  
আড়াই বছর কারাভোগের পর দেশে ফিরে গেলো তিন ভারতীয়

অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে আড়াই বছর কারাভোগের পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেলেন বাকপ্রতিবন্ধী কিশোরসহ তিন জন ভারতীয় নাগরিক।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কর্মকর্তার কাছে ওই তিন ভারতীয় নাগরিককে হস্তান্তর করেন।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন ভারতীয় নাগরিক প্রায় আড়াই বছর কারাভোগের পর আজ দুই দেশের পত্রালাপ শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা বিজিবির হাতে আটক হয়েছিল।

ভারত হিলির ধরন্দা গ্রামের বিনত দেব নাথের ছেলে মানিক দেব নাথ (৩০) ২০১৯ সালের ৮ মার্চ দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে বিজিবির হাতে আটক হন। তিনি ২৮ মাস ৪ দিন দিনাজপুর কারাগারে ছিলেন।

ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে তাজো মুহাম্মদ (৪০) পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে আটক হন। তিনি প্রায় আড়াই বছর পঞ্চগড় জেলা কারাগারে ছিলেন।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের বরদুল মুহাম্মদের ছেলে ১৭ বছর বয়সের বাকপ্রতিবন্ধী কিশোর অকিল মুহাম্মদ পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে আটক হয়। কিশোর হওয়াতে তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়। সেখানে সে প্রায় আড়াই বছর ছিলো।

মোসলেম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়