ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে মডার্নার টিকা নিলেন ১৬৬৩ জন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৫, ১৪ জুলাই ২০২১  
সিলেটে মডার্নার টিকা নিলেন ১৬৬৩ জন

সিলেট সিটি কর্পোরেশন এলাকার দুই টিকাদান কেন্দ্রে মঙ্গলবার (১৩ জুলাই) ১৬৬৩ জন যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা নিয়েছেন। টানা কয়েকদিন বন্ধ থাকার পর ফের করোনার গণটিকা কার্যক্রম শুরুর দিনে তারা মডার্নার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪১৩ ও পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে ২৫০ জন মর্ডানার টিকার প্রথম ডোজ নিয়েছেন।’

তিনি আরও জানান, ‘প্রথম দফায় সিলেট সিটি কর্পোরেশন এলাকার জন্য কোভ্যাক্স থেকে পাওয়া ১৯ হাজার ২০০ ডোজ মডার্নার টিকা এসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নাগরিকরা টিকাকেন্দ্রে এসে এ টিকা নিতে পারবেন।’

তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা নিতে পারবেন না। এছাড়া টিকাগ্রহীতার রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না গেলেও তিনি টিকা নিতে পারবেন না। এজন্য বার্তা পাওয়ার পরই নির্ধারিত কেন্দ্রে টিকা নেয়ায় জন্য যেতে তিনি অনুরোধ করেছেন।

এদিকে যার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে সিনোফার্ম এর প্রথম ডোজ নিয়েছেন, তারা আগামী ১৭ জুলাই থেকে ওই কেন্দ্রের পৃথক বুথে সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

নোমান/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়