ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাংস নিয়ে ঝগড়া: ৩ সন্তানসহ মায়ের বিষপান, শিশুর মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ২২ জুলাই ২০২১   আপডেট: ১২:৫১, ২২ জুলাই ২০২১
মাংস নিয়ে ঝগড়া: ৩ সন্তানসহ মায়ের বিষপান, শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে কোরবানির মাংস নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানকে বিষ খাইয়ে মুরশিদা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত‌্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুরশিদা আক্তারের ১৪ মাস বয়সী এক সন্তান মারা গেছে। 

বুধবার (২১ জুলাই) রাতে মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

মহেশখালীর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আশিক ইকবাল এ তথ‌্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, ইয়ার মোহাম্মদকে তার বোনের বাসা থেকে কোরবানির মাংস দেওয়া হয়। ওই মাংস নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জেরে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে তিন সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুরকে (১৪ মাস) বিষ খাইয়ে নিজেও বিষ পারেন করেন মুরশিদা আক্তার।

পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখেন দরজা বন্ধ। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। চার জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাইনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিন জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

ওসি বলেন, ‘খবর পেয়ে আমিসহ মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়েছিলাম। এখনও আমরা লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

তারেকুর রহমান/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়