ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় করোনায় নার্সের মৃত্যু

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ২৩ জুলাই ২০২১  
মাগুরায় করোনায় নার্সের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাগুরা সদরের ২৫০ শয্যা   হাসপাতালে তানজিলা খাতুন নামের এক নার্সের (৪৮) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নিজের বাড়ি বগুড়ায় ও শশুরবাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালিতে।

তিনি মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্বরত জ্যেষ্ঠ নার্স ছিলেন। নার্স তানজিলার স্বামী ডা. রইচুজ্জামান জেলার শ্রীপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

মাগুরার সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, ‘জ্যেষ্ঠ নার্স  তানজিলা মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন। জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ৪ জুলাই দুপুরের দিকে ওই নার্সকে মাগুরা হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা।’

‘তাকে প্রথমে বাড়িতে পরে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকার হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।’

মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক বিকাশ কুমার শিকদার বলেন, ‘৪ জুলাই ওই নার্সের করোনা পজিটিভ ফল আসে। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তিনি ঢাকায় ভর্তি হন। আজ রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

স্বাস্থ্যবিধি মেনে ওই নার্সের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।

মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে এই হাসপাতালে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭০৫ জনের।

শাহীন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়