ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘পর্যাপ্ত টিকা থাকার পরই আমরা বাংলাদেশকে সরবরাহ করতে পারব’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ২৩ জুলাই ২০২১   আপডেট: ১৮:৩৬, ২৩ জুলাই ২০২১
‘পর্যাপ্ত টিকা থাকার পরই আমরা বাংলাদেশকে সরবরাহ করতে পারব’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী বলেছেন, ‘ভারতে পর্যাপ্ত পরিমাণে টিকা থাকার পরই আমরা বাংলাদেশকে সরবরাহ করতে পারব। বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারেননি।’

শুক্রবার (২৩ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারত থেকে ফেরার পথে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

এসময় তিনি বলেন, ‘ভারতে টিকার উৎপাদন বেড়েছে। ভারতে পর্যাপ্ত পরিমাণে টিকা থাকার পরই আমরা বাংলাদেশকে সরবরাহ করতে পারব। বাংলাদেশ আমাদের প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ।’

এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসা বাণিজ্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়বে।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূন‌্য রেখায় পৌঁছলে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এ সময় হাই কমিশনারের সঙ্গে তার স্ত্রী সঙ্গীতা দুরাই স্বামীসহ স্বজনেরা ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী ও তার স্ত্রী সঙ্গীতা দুরাই স্বামী আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে যান।

মাইনুদ্দীন রুবেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়