ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাতক্ষীরায় ৫০ মামলা, ৮৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৬ জুলাই ২০২১   আপডেট: ১০:৪৬, ২৬ জুলাই ২০২১
সাতক্ষীরায় ৫০ মামলা, ৮৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় বিধিনিষেধ অমান‌্য করার অপরাধে গত ঘণ্টায় ৫০টি মামলায় ৮৫ হাজার  টাকা জরিমানা আদায় করেছে জেলা ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক জানান, জেলায় করোনাভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ অমান‌্য করে দোকান পাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলার সাত উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এতে ৫০টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত।

মোহাম্মদ হুমায়ুন কবির আরও জানান, কঠোর বিধিনিষেধ মানাতে মাঠে ১০ প্লাটুন সেনাবাহিনী, চার প্লাটুন বিজিবি, তিন প্লাটুন আনসার ও পুলিশের ৩২টি টিমসহ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়