ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে পুলিশের কাছে থেকে আসামির পলায়ন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২৯ জুলাই ২০২১  
নাটোরে পুলিশের কাছে থেকে আসামির পলায়ন

নাটোরের লালপুর থানায় চুরির মামলায় গ্রেপ্তারকৃত আসামি মনিরুল ইসলাম নাটোর আদালতে পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে নাটোর আদালত পরিদর্শকের কক্ষের সামনে এই ঘটনাটি ঘটে। 

পলাতক মনিরুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাছিমপুর গ্রামের আদ্দুল গাফফারের ছেলে। এদিকে পলাতক আসামি মনিরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, থানায় একটি চুরির মামলায় বুধবার (২৮ জুলাই) রাতে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার (২৯ জুলাই) মনিরুলসহ অন্য আসামিদের আদালতে প্রেরণ করা হয়। 

নাটোর আদালতের সামনে পুলিশের গাড়ি থেকে আসামিদের নামানো হয়। পরে আদালত পরিদর্শকের কক্ষের সামনে থেকে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায় মনিরুল ইসলাম। পরে আসামি গণনার সময় তা জানতে পারেন পুলিশ সদস্যরা। 

মনিরুলকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তবে কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

আরিফুল/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়