Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

মানিকগঞ্জ হাসপাতালের করোনা ইউনিটে ৪ মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৩০ জুলাই ২০২১   আপডেট: ১৫:৪৫, ৩০ জুলাই ২০২১
মানিকগঞ্জ হাসপাতালের করোনা ইউনিটে ৪ মৃত্যু

মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জন করোনা উপসর্গ ও ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (৩০ জুলাই) দুপরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৫৩টি নমুনা পরীক্ষায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ। নতুন আক্রান্ত ২০৩ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬০ জন, সিংগাইরে ৫৪ জন, হরিরামপুরে ২০ জন, ঘিওরে ১৮ জন, দৌলতপুরে ১৮ জন, শিবালয়ে ১৬ জন এবং সাটুরিয়া উপজেলায় রয়েছেন ১০ জন।

জেলায় এ পর্যন্ত ৩১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৯২৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪১ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৫ জন।

আরএমও ডা. কাজী একেএম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় ১০০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। এদের মধ্যে করোনায় দুইজন এবং উপসর্গে দুইজন মারা যান।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়