ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১ আগস্ট ২০২১   আপডেট: ১১:২৪, ১ আগস্ট ২০২১
চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৭৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯২৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৫৩২ জন এবং উপজেলা এলাকায় ৩৯৫ জন।

রোববার (১ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেন।

সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৩ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া এর আগে করোনায় আক্রান্ত ও চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে মহানগরী এলাকায় ৬ জন এবং বিভিন্ন উপজেলায় ৫ জনের মৃত্যু ঘটেছে।

নতুন করে করোনা আক্রান্ত চট্টগ্রামের ১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে হাটহাজারী উপজেলায়, এই উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ১০৩ জন। এছাড়া রাউজান উপজেলায় ৬৪ জন, পটিয়া উপজেলায় ৪৯ জন, চন্দনাইশ উপজেলায় ৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগরী এলাকায় করোনা শনাক্ত হয়েছে ৫৩২ জন।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়