ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানিকগঞ্জ জেলা হাসপাতালে গণমাধ্যম কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৫, ৪ আগস্ট ২০২১  
মানিকগঞ্জ জেলা হাসপাতালে গণমাধ্যম কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালটি করোনা ডেডিকেটেডে রুপান্তরিত হওয়ায় হাসপাতালের অভ্যন্তরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবে চিঠি দিয়েছেন হাসপাতালের তত্ত্ববধায়ক।

সোমবার (৩ আগষ্ট) বেলা ৩ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি/সাধারন সম্পাদক বরাবর জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা:মো.আরশ্বাদ উল্লাহ স্বাক্ষরিত চিঠিটি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলায় অস্বাভাবিকভাবে সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় করোনা প্রতিরোধ জেলা কমিটি মানিকগঞ্জ এর সিদ্ধান্ত মোতাবেক অত্র কোভিড-১৯ ডেডিকেটেড ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ কে সম্পূর্নরুপে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেক্ষেত্রে তারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট হতে সংবাদ সংগ্রহ করবেন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বলেন, বিষয়টি আমরা পজিটিভ ভাবে দেখছি। গনমাধ্যমকর্মীদের নিজেদের সুরক্ষার সার্থে সচেতনভাবে কাজ করতে হবে। তবে চিকিৎসা সেবার বিষয়ে কোন অনিয়ম, অবহেলা, অব্যবস্থাপনা হলে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়ে সংবাদ পরিবেশেন করতে হবে।

করোনা ইউনিটের কো-অর্ডিনেটর ডা: মানবেন্দ্র সরকার মানব বলেন, করোনা সংক্রমনের হার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোন তথ্য প্রয়োজন হলে মোবাইল ফোনে যোগাযোগ করলে তথ্য দেওয়া হবে।

এ বিষয়ে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: আরশ্বাদ উল্লাহর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, গনমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশের নিষেধের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

জাহিদুল হক চন্দন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়