Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৭ ১৪২৮ ||  ১৩ সফর ১৪৪৩

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৮ মৃত্যু 

চুয়াডাঙ্গা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৪ আগস্ট ২০২১   আপডেট: ০৮:৪৯, ৪ আগস্ট ২০২১
চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৮ মৃত্যু 

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত‌্যু হয়েছে। এদের মধ‌্যে করোনায় ৬ জন ও করোনা উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ২৮৯ জনের।

বুধবার (৪ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপালের সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি জানিয়েছেন। 

সিভিল সার্জন জানান, মঙ্গলবার ১৮৬ জনের নমুনা সংগ্রহসহ এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৯১৫ জনের এর মধ্যে ২২ হাজার ৬২৯ জনের ফলাফল পাওয়া গেছে। জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ১২৯ জন।

এদিকে, নতুন সুস্থ ৫৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১৬১ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৮৯ জনের। বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭৮৫ জন। এর মধ্যে ৯০ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছেন। তাদের মধ‌্যে হলুদ লাল জোনে ও ১ হাজার ৬৬৫ জন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ