ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা প্রধান গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৯ আগস্ট ২০২১   আপডেট: ১৭:৪৬, ৯ আগস্ট ২০২১
শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা প্রধান গ্রেপ্তার

কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি কওমি মাদরাসার প্রধানের (মুতহামিম) বিরুদ্ধে এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর মাদরাসা প্রধান হাজি নূর মোহাম্মদ আজমিকে রোববার (৮ আগস্ট) গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৯ আগস্ট) দুপুরে করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু বলাৎকারের অভিযোগ পাওয়ার পর ওই কওমি মাদরাসার প্রধানকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত হাজি নূর মোহাম্মদ আজমি উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ফাতিমানগর গ্রামের জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদরাসার প্রধান। তিনি উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে। এছাড়া অভিযুক্ত করিমগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি, কিরাটন মাদরাসার শিক্ষক এবং উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, শিশুর বাবা একজন ইজিবাইক চালক। গত একবছর ধরে তার ছেলে ওই কওমি মাদরাসায় নাজেরা বিভাগে পড়াশোনা করছে। তাকে বিভিন্ন সময় নানা ধরনের প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করতেন মাদরাসা প্রধান। বিষয়টি ভয়ে ও লজ্জায় এতদিন কাউকে বলেনি শিশুটি। 

সম্প্রতি মাদরাসা প্রধান বেপরোয়া হওয়ায় সে বিষয়টি তার বাবাকে জানায়। এরপর ছেলেকে মাদরাসা থেকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা। একই সঙ্গে ইউএনওর কাছে লিখিত অভিযোগও দেন তিনি। 

করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম আরও জানান, শিশু বলাৎকারের অভিযোগ পাওয়ার পর ওই কওমি মাদরাসা প্রধানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এছাড়া আসামীকে আদালাতে পাঠানোসহ আইনগত যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলো এখন করা হচ্ছে। 

রুমন/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়