গাজীপুরের সিটি মেয়র করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলশেনে আছেন।
মেয়র জানান, সম্প্রতি তার মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা দেয়া হয়।
বুধবার (১১ আগস্ট) জানতে পারেন তার নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বৃহস্পতিবার বলেন, গত ২৪ ঘন্টায় গাজীপুরে তিনজন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট মারা গেছেন ৪০৯ জন। গত ২৪ ঘন্টায় ৭৩৫ নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা পজেটিভ ফল আসে। এ নিয়ে গাজীপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ২ লাখ ৯০৫ জন এবং করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৪০ জন।
ঢাকা/আমিনুল