চমেক শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেডিক্যাল ক্যাম্পাসে ছাত্র/ছাত্রীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। গতকাল শনিবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রোববার (১৫ আগস্ট) দুপুরে অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়,চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ৩ মার্চ ২০২১ সালের একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ সভা-সমাবেশ, মিছিল, শ্লোগান ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এমতাবস্থায় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদেরকে জাতীয় দিবস বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শ্লোগান ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী