ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যমুনার পানি ৫৩ সেন্টিমিটার বেড়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৭ আগস্ট ২০২১   আপডেট: ১৪:১৮, ১৭ আগস্ট ২০২১
যমুনার পানি ৫৩ সেন্টিমিটার বেড়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে ৩৭ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০১ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চলতি বছরে পানি বৃদ্ধির এই হার সর্বোচ্চ।  

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) থেকে হঠাৎ করে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। বর্তমানে খুব দ্রুত বাড়ছে পানি। যমুনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও প্রতিদিনই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, দু-একদিন পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। পানি বেড়ে বিপৎসীমা ছোঁয়ার সম্ভাবনা থাকলেও বন্যার শঙ্কা নেই।

অদিত্য রাসেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়