ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৭ আগস্ট ২০২১  
বশেমুরবিপ্রবিতে ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে এক মাসের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে।

আরো পড়ুন:

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধন চলাকালে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফায়েকুর জামান টিটো, ইতিহাস বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক, মুক্তি মন্ডল, ২য় বর্ষের শিক্ষার্থী শান্ত ইসলাম তুহিন বক্তব্য রাখেন।

পরে মানববন্ধনস্থলে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী কারিমুল হক বলেন, সাবেক ভিসি খোন্দকার নাসির উদ্দিন ইউজিসি থেকে অনুমোদন না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তি করেন। বর্তমানে বিভাগে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। 

কারিমুল হক বলেন, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। 

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়া না হলে কঠোর আন্দোলনের ডাক দেবে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
 

বাদল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়