ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে পুলিশ হেফাজতে বিএনপি নেতা সফিকুজ্জামান

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৮ আগস্ট ২০২১  
চাঁদপুরে পুলিশ হেফাজতে বিএনপি নেতা সফিকুজ্জামান

দেওয়ান মো. সফিকুজ্জামান

চাঁদপুরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বিএনপির প্রভাবশালী নেতা দেওয়ান মো. সফিকুজ্জামানকে। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। 

বুধবার (১৮ আগস্ট) দুপুরে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মুহাম্মদ আবদূর রশীদ। তিনি বলেন, ‘বিএনপি নেতা সফিকুজ্জামান আমাদের হেফাজতে রয়েছেন। এর আগে তিনি ডিবি কার্যালয়ে আটক ছিলেন। সেখান থেকে আমরা তাকে থানা হেফাজতে নিয়েছি।’ তবে সফিকুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ওসি রশীদ। 

আরো পড়ুন:

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ আগস্ট) গভীর রাতে চাঁদপুর শহরের বিটি রোডস্থ বাসা থেকে দেওয়ান সফিকুজ্জামানকে আটক করে ডিবির টিম। তারা সেখান থেকে সফিকুজ্জামানকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। এরপর তাকে সদর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

ডিবি পুলিশের চাঁদপুরের ওসি টান্টু সাহা বিএনপি নেতা সফিকুজ্জামানকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

জয়/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়