বাবুনগরীর জানাজা রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায়
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীর জানাজার নামাজ হবে তার দীর্ঘদিনের কর্মস্থল হাটাহাজারী মাদ্রাসায়।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসা মাঠে প্রথম জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানেই তাঁকে দাফন করা হবে।
হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, প্রাথমিকভাবে হুজুরের জানাজার সময় রাত ১১টায় নির্ধারণ করা হয়েছে। হাটাহাজারী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী ১৯ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাসপাতালে মারা যান। ৬৭ বছর বয়সী জুনায়েদ নগরী ডায়াবেটিসসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।
আরও পড়ুন: হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন
চট্টগ্রাম/ রেজাউল/এমএম