ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনার সনদপত্র জালিয়াতি চক্রের সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৩ আগস্ট ২০২১  
করোনার সনদপত্র জালিয়াতি চক্রের সদস্য আটক

নোয়াখালীতে করোনাভাইরাস পরীক্ষার সনদপত্র জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত মো. কামরুল ইসলাম (২৫) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মৃত মো. আবুল হোসেনের ছেলে। 

সোমবার (২৩ আগস্ট) জেলা সিভিল সার্জন অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দালাল কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদেশগামী যাত্রীদের করোনার রেজাল্ট পজেটিভকে নেগেটিভ করা ও দ্রুত সনদপত্র দেওয়ার কথা বলে ১০ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিতেন। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজ সোমবার (২৩ আগস্ট) তাকে আটক করে পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, করোনা পরীক্ষার সনদপত্র জালিয়াতির অভিযোগে কামরুল ইসলামকে আটক করে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
 

সুজন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়