ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তিস্তায় ধরা পড়লো ৩৪ কেজির বাঘাইড় মাছ 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৩০ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৩২, ৩০ আগস্ট ২০২১
তিস্তায় ধরা পড়লো ৩৪ কেজির বাঘাইড় মাছ 

নীলফামারীর তিস্তা নদীতে বিশালাকৃতির বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (৩০ আগস্ট) সকালে তিস্তার সেচ ক্যানেলের নীলসাগর এলাকায় স্থানীয় জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ডিমলা বাজারে বিক্রি হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী তারা মিয়া বলেন, ‘সকালে ডালিয়া নীলসাগর এলাকা থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসে। ৩৪ কেজি ওজনের মাছটি সেখান থেকে ১১০০ টাকা কেজি দরে কিনে ডিমলা বাজারে নিয়ে আসি। এখানে ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এ রকম মাছ সচরাচর পাওয়া যায় না। এ জন্য চাহিদাও ব্যাপক।’  

ব্যবসায়ী মহিকুল ইসলাম বলেন, ‘আমি এক কেজি কিনেছি ১২০০ কেজি দরে। মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন।’ তিনি জানান, ১০ বছর আগে ১৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। আর আজ ৩৪ কেজির মাছ ধরা পড়লো।

ডিমলা এলাকার আবু বক্কর সিদ্দিক বলেন, তিস্তা নদী হতে এর আগে এত বড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে ডিমলা বাজারে মানুষ ভিড় করছে। 
 

সিথুন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়