ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদ্মা সেতুতে আবারও ধাক্কা, যাচ্ছে পরিদর্শক দল

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ৩১ আগস্ট ২০২১   আপডেট: ১৪:০৬, ৩১ আগস্ট ২০২১
পদ্মা সেতুতে আবারও ধাক্কা, যাচ্ছে পরিদর্শক দল

মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এবার পদ্মা সেতুর স্প্যানে একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লেগেছে। সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখান দিয়ে যাওয়ার সময় স্প্যানের গায়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র এ তথ্য জানিয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কী ঘটনা ঘটেছে জানতে পদ্মা সেতু প্রকল্প, বিআইডব্লিউটিসি ও সেনাবাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, সেতু পার হয়ে যাওয়ার সময় ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ডটি নামানোর কথা। ভুলে এটি নামানো হয়নি। সেতুর স্প্যানের সঙ্গে লেগে ফ্ল্যাগ স্ট্যান্ডটি একটু বাঁকা হয়ে গেছে। সেতুর স্প্যানের কিছুই হয়নি। ফেরিও ঘাটে চলে গছে।

তবে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের  (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, পদ্মা সেতুর স্প্যানে ফেরি 'বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগেনি। তারপরও বিস্তারিত খবর নিয়ে পরে জানানো হবে।

এর আগে গত ১৩ আগস্ট সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ওই একই ফেরি সেতুটির ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। তখন অবশ্য তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আবার ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল। এ ঘটনায়ও ২০ জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

রতন/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়