ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজবাড়ীতে পদ্মার পানি ২০ দিন ধরে বিপৎসীমার উপরে

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৬ সেপ্টেম্বর ২০২১  
রাজবাড়ীতে পদ্মার পানি ২০ দিন ধরে বিপৎসীমার উপরে

বর্তমানে ৬৭ গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে

রাজবাড়ীতে ৩টি পয়েন্টে গত ২০ দিন ধরে পদ্মা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৬ আগস্ট থেকে ৩ দিন পানি ২টি পয়েন্টে কমলেও ফের ২৯ আগস্ট থেকে বাড়তে শুরু করে।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দৌলতদিয়া পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আজ গোয়ালন্দ পয়েন্টে পানি ৫ সেন্টিমিটার কমেছে। আশা করছি, এ সপ্তাহের মধ্যে পানি কমতে শুরু করবে।’

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট গোয়ালন্দ পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। ১৮ আগস্ট ১৫ সেন্টিমিটার, ১৯ আগস্ট ১৫ সেন্টিমিটার, ২০ আগস্ট ১০ সেন্টিমিটার, ২১ আগস্ট ৯ সেন্টিমিটার, ২২ আগস্ট ৭ সেন্টিমিটার, ২৩ আগস্ট পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে ১০ আগস্ট পানির স্তর অপরিবর্তিত থাকে। ৩০ আগস্ট থেকে আবারও বাড়তে থাকে পদ্মার পানি। গতকাল ৫ সেপ্টেম্বর ৯.৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, জেলায় বর্তমানে ৬৭ গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এস এম সহীদ আকবর বলেন, ‘১৫১ হেক্টর জমির ফসল বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি দ্রুত না সরলে এই ১৫১ হেক্টর জমির ফসলই নষ্ট হয়ে যাবে।’

সুকান্ত বিশ্বাস/ইভা ​​​​​​​

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়