ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৮ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৪২, ৮ সেপ্টেম্বর ২০২১
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় শফিকুল ইসলাম (৫৩) নামে এক বাংলাদেশী ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।  পরে তারা ব্যবসায়ীর দোকানে থাকা টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দেশটির লিম্পোপু প্রদেশের পলোকোয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল নোয়াখালীর সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।  তিনি চৌধুরী মিয়ার নতুন বাড়ির মৃত আবদুল বারিকের ছেলে।

শফিকুলের লাশ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির বরাত দিয়ে শফিকুলের মেয়ে প্রমি আক্তার জানান, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় যান তার বাবা।  সেখানে অবৈধ হয়ে যাওয়ায় তেমন কাজ কর্ম করতে পারছিলেননা তিনি।  সম্প্রতি কাগজপত্র ঠিক করে দেশটির পলোকোয়ান এলাকায় একটি দোকান চালু করেন।

প্রমি আক্তার জানান, মঙ্গলবার শফিকুল দোকান খোলার পর কয়েকজন কৃষ্ণাঙ্গ তার বাবার কাছে কিছু মালের অর্ডার দেন।  মাল দেওয়ার এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা শফিকুলকে ঝাপটে ধরে।  সন্ত্রাসীরা তার বাবার নাকে ও মুখে সেলো টেপ পেছিয়ে দেয়।  এতে দোকানেই শ্বাসরোধ হয়ে তার বাবার মৃত্যু হয়।  সন্ত্রাসীরা দোকান থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়