ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২১  
পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের চক্রান্ত ও জলাধার পূরণ করে লীজ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের হকার্স মার্কেটের সামনে এ মানববন্ধন কর্ম্সূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার জেলা পরিষদ চত্তরের শতবর্ষী পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের পরিকল্পনা করেছেন।  পরিকল্পনা অনুযায়ী তিনি দরপত্রও আহ্বান করেন।  

পরে তিনি ঠিকাদারের মাধ্যমে পুকুরের চারপাশে টিনের বেড়া দিয়ে রাত দিন বালু দিয়ে ভরাটের কাজও করতে থাকেন।

মানববন্ধনে স্থানীয় সিপিবি নেতা মিহির ঘোষ বলেন, শতবর্ষী পুকুর ও চারপাশের জলাধার ভরাট করে নিজের মেয়েসহ স্বজনদের লীজ দেয়ার পরিকল্পনা করছেন আতাউর রহমান । এছাড়াও তিনি মার্কেট গড়ার নামে শতাধিক লোকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।  আতাউর রহমানের এধরনের কাজ বন্ধ করার জন্য মানববন্ধন কর্ম্সূচী পালন করা হয়েছে।

তিনি আরো বলেন, পরিবেশবাদী জাহাঙ্গীর আলম তনু বাদী হয়ে কাজ বন্ধ করতে আদালতে মামলাও করেন। িএরপর আদালত কাজ বন্ধের নির্দেশ দেন।  কিন্তু আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাটি ভরাটের কাজ এখনো বন্ধ হয়নি ।  

মানবন্ধনে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা সুজন প্রসাদ ,সুমন চৌধুরী, আব্দুল হালিমসহ প্রমুখ।

দয়াল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়