চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ফ্যাশন এন্ড লাইফস্টাইল এক্সপো।
চট্টগ্রামে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের উদ্যোগে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর রেডিসন ব্লু’র মেজবান হলে এই লাইফস্টাইল এক্সপো অনুষ্ঠিত হবে। এক্সপোতে ঢাকা, চট্টগ্রাম ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য অর্ধশতাধিক নারী উদ্যোক্তা ও তাদের প্রিমিয়াম ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশ নেবে।
এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের কর্ণধার মানজুমা মোরশেদ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাইজিংবিডিকে বলেন, ২০১৮ সাল থেকে রেডিসন ব্লুতে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানের এক্সক্লুসিভ এক্সিবিশন আয়োজন করে আসছে এম অ্যান্ড এম কমিউনিকেশন । করোনা পরিস্থিতির কারণে এই আয়োজন বিঘ্নিত হলেও আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে ফ্যাশন এন্ড লাইফ স্টাইল শো অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও ফ্যাশন ডিজাইনার নারী উদ্যোক্তা ছাড়াও দুবাই, ভারত ও পাকিস্তানের ফ্যাশন ডিজাইনারদের এক্সক্লুসিভ পোশাকের প্রদর্শনী থাকবে।
তিনি আরও বলেন, অর্ধশতাধিক প্রিমিয়াম ব্র্যান্ডের সাথে থাকবে নারী ও পুরুষদের পোশাক, জুয়েলারী, হোম ডেকর, মেকআপসহ আধুনিক লাইফস্টাইলের নানা সামগ্রীর প্রদর্শনী। ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এক্সপো উদ্বোধন করা হবে। এক্সপো চলবে ১৮ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ।
তিনি বলেন, এক্সপোতে আসা দর্শনার্থীরা নারী উদ্যোক্তাদের নানা ধরনের পণ্য সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার সুযোগ পাবেন। পাশাপাশি নতুন লাইফ স্টাইল ও আন্তর্জাতিক মানের ডিজাইনারদের নান্দনিক কাজের সাথে পরিচিত হতে পারবেন।
রেজাউল/সুমি