ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শায়েস্তাগঞ্জে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগীতা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২১  
শায়েস্তাগঞ্জে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগীতা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগীতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগীতায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল প্রথম ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জ্ন করেছে।  প্রতিযোগীতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।     

আরো পড়ুন:

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।


শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো মিনহাজুল ইসলাম।  উপজেলা একাডেমীক সুপার ভাইজার জগদীশ দাস তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবরসহ প্রমুখ।

কাওসার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়