ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্পিরিট পানে মৃত্যু: দাফনের ৩৬ দিন পর কবর থেকে ২ লাশ উত্তোলন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ১৫ সেপ্টেম্বর ২০২১  
স্পিরিট পানে মৃত্যু: দাফনের ৩৬ দিন পর কবর থেকে ২ লাশ উত্তোলন

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুর ঘটনায় গোপনে দাফন করা দুটি লাশ ৩৬ দিন পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ চীপ জুডিশিয়াল আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রবিন শীষ ও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য লাশ দুটি উত্তোলন করা হয়। পরে তা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল ওয়াহাব, সিকিম আলীর ছেলে মো. আব্দুল।

লাশ উত্তোলনে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অস্বাভাবিক মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত ছাড়া দাফন করায় গত ৯ আগস্ট ময়নাতদন্তের জন্য আবেদন করেছিল পুলিশ। ময়নাতদন্ত শেষে আবার সেগুলো যথাযথ স্থানে দাফন করা হবে।

অদিত্য রাসেল/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়